Post Office Circular | পোস্ট মাস্টার জেনারেল নিয়োগ বিজ্ঞপ্তি
পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের অধিনস্ত অফিস সমূহে রাজস্বভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন শুরু 16/06/2019 সকাল 10 টা থেকে। এবং আবেদনের শেষ তারিখ 15/07/2019 বিকাল 5 টা পর্যন্ত। আবেদন সংক্রান্ত সকল বিষয় নিচে থেকে জানতে পারবেন অথবা পোস্ট অফিসের আবেদনের ওয়েবসাইট থেকেও জানতে পারবেন।
পদের নাম ও সংখ্যাঃ
ক্রমিক
নং
|
পদের
নাম ও বেতন স্কেল
(জা. বে. স্কেল, 2015 অনুযায়ী)
|
বয়স
|
পদের
সংখ্যা
|
শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতা
|
যে সকল
জেলার প্রার্থীগণ
আবেদন করতে পারবেন
|
1
|
সাঁটমুদ্রাক্ষরিক
কাম-কিম্পিউটার
অপারেটর
(গ্রোড-14)
(10,200-24680)
|
18-30 বৎসর
|
4
|
(ক)
কোন স্বীকৃত বোর্ড
হতে উচ্চ মাধ্যমিক
বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
(খ)
সাঁট লিপিতে বাংলা
ও ইংরেজীতে প্রতি
মিনিট ন্যূনতম
গতি যথাক্রমে
60 ও 80 এবং কম্পিউটার
ব্যবহার সংক্রান্ত
ওয়ার্ড প্রসেসিং,
ডাটা এন্ট্রি
ও টাইপিং ইত্যাদির
ক্ষেত্রে বাংলা
ও ইংরেজীতে প্রতি
মিনিট ন্যূনতম
গতি যথাক্রমে
25 ও 30 শব্দ থাকতে
হবে।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
2
|
উচ্চমান
সহকারী
(গ্রেড-14)
(10,200-24680)
|
18-30 বৎসর
|
7
|
যেকোন
স্বীকৃত বিশ্ববিদ্যালয়
হতে স্নাতক বা
সমমানের ডিগ্রী।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
3
|
পোস্টাল
অপারেটর
(গ্রেড-15)
(9700-23490)
|
18-30 বৎসর
|
95
|
কোন
স্বীকৃত বোর্ড
হতে উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষায়
দ্বিতীয় বিভাগ
বা সমমানের সিজিপিতে
উত্তীর্ণ।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
4
|
মেইল
অপারেটর
(গ্রেড-15)
(9700-23490)
|
18-30 বৎসর
|
68
|
কোন
স্বীকৃত বোর্ড
হতে উচ্চ মাধ্যমিক
সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
5
|
ড্রাফটসম্যান
(গ্রেড-15)
(9700-23490)
|
18-30 বৎসর
|
1
|
কোন
স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান
হতে ড্রাফটসম্যানশীপ
সার্টিফিকেটধারী।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
6
|
ড্রাইভার
(ভারী)
(গ্রেড-15)
(9700-23490)
|
18-30 বৎসর
|
3
|
(ক)
কোন স্বীকৃত বোর্ড
হতে মাধ্যমিক
সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
(খ)
ভারী গাড়ী চালনার
বৈধ ড্রাইভিং
লাইসেন্সসহ ভারী
গাড়ী চালনার 2 বছরের
বাস্তব অভিজ্ঞতা
থাকতে হবে।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
7
|
অফিস
সহকারী কাম- কম্পিউটার
মুদ্রাক্ষরিক
(গ্রেড-16)
(9300-22490)
|
18-30 বৎসর
|
5
|
(ক)
কোন স্বীকৃত বোর্ড
হতে মাধ্যমিক
সার্টিফিকেট
বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
(খ)
কম্পিউটার ব্যবহার
সংক্রান্ত ওয়ার্ড
প্রসেসিং, ডাটা
এন্ট্রি ও টাইপিং
ইত্যাদির ক্ষেত্রে
বাংলা ও ইংরেজীতে
প্রতি মিনিট ন্যূনতম
গতি যথাক্রমে
20 ও 20 শব্দ থাকতে
হবে।
|
ঢাকা
(ঢাকা উত্তর ও দক্ষিণ
সিটি কর্পোরেশন
এর এলাকা ব্যতীত),
গাজীপুর, নরসিংদী,
নারায়ণগঞ্জ (সিটি
কর্পোরেশন এর
এলাকা ব্যতীত),
কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
ময়মনসিংহ, নেত্রকোনা,
জামালপুর ও শেরপুর
সহ মোট 10টি জেলা।
তবে উক্ত 10 জেলা
সহ মানিকগঞ্জ
ও মুন্সীগঞ্জ
জেলার এতিম ও শারীরিক
প্রতিবন্ধী কোটার
প্রার্থীগণ আবেদন
করতে পারবেন।
|
বয়সঃ
16/06/2019 ইং তারিখে প্রার্থীর বয়স 18-30 বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18-32 বছর। বয়স প্রমানের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়াঃ
প্রার্থীকে 15/07/2019 ইং বিকাল 5 টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা http://pmgcc.teletalk.com.bd। এখানে গিয়ে নির্দিষ্ট পোস্ট বেছে নিতে হবে, তারপর NEXT বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করে প্রিভিউ দেখে নিতে হবে। তারপর প্রার্থীর কালার ছবি (300x300) এবং স্বাক্ষর (300x80) পিক্সেল এ স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি এর বেশি হবে না।
আবেদনের ফি প্রদান পদ্ধতিঃ
সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে প্রর্থী যেকোন টেলিক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন পত্রে উল্লিখিত ইউজার আইডির মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা মোট 112 টাকা প্রদান করতে হবে।
এসএমএস পদ্ধতিঃপ্রথম SMS: PMGCC<space>USER ID এবং পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহরণঃ PMGCC ABCDEF and sent to 16222
দ্বিতীয় SMS: PMGCC<space>YES<space>PIN এবং পাঠাতে হবে 16222 নাম্বারে।
উদাহরণঃ PMGCC YES 12345678
প্রবেশপত্রঃ
প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরবর্তীতে তাদের মোবাইল নাম্বারে পরীক্ষার আগে যথাসময়ে এসএমএস এর মাধ্যমে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড জানিয়ে দেয়া হবে। প্রার্থীগণ এসএমএস পাওয়ার পর নিম্নোক্ত সাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুনঃ
No comments