Department of Public Library Job Circular 2019 | গণ গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2019

বাংলাদেশ গণগ্রন্থাগার অধিদপ্তর রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে ১৯টি পদে মোট ২২৩ জন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র শুরুর তারিখ ১১/০৯/২০১৯ সকাল ১০.০০ টা। এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১০/১০/২০১৯ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

dpl-circular


গণগ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯

ক্র: নং
পদের নাম, বেতন স্কেল  ও গ্রেড
পদের সংখ্যা
০১
জুনিয়র লাইব্রেরিয়ান
১১৩০০-২৭৩০০/-
গ্রেড-১২
১৩টি
০২
কম্পিউটার অপারেটর
১১০০০-২৬৫৯০/-
গ্রেড-১৩
১৭টি
০৩
টেকনিক্যাল এ্যাসিসটেন্ট (ক্যাটালগার)
১১০০০-২৬৫৯০/-
গ্রেড-১৩
৩০টি
০৪
রিডিংহল এ্যাসিসটেন্ট
১০২০০-২৪৬৮০/-
গ্রেড-১৪
০১টি
০৫
লাইব্রেরি এ্যাসিসটেন্ট (রিডিংহল এ্যাসিসটেন্ট)
১০২০০-২৪৬৮০/-
গ্রেড-১৪
০৩টি
০৬
পাঠকক্ষ সহকারী কাম-রেফারেন্স সহকারী
১০২০০-২৪৬৮০/-
গ্রেড-১৪
০৪টি
০৭
লাইব্রেরি এ্যাসিসটেন্ট
৯৩০০-২২৪৯০/-
গ্রেড-১৬
০৪টি
০৮
ডাটা এন্ট্রি অপারেটর
৯৩০০-২২৪৯০/-
গ্রেড-১৬
৪২টি
০৯
একাউন্টস এ্যাসিসটেন্ট
৯৩০০-২২৪৯০/-
গ্রেড-১৬
০১টি
১০
অফিস সহাকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
৯৩০০-২২৪৯০/-
গ্রেড-১৬
০২টি
১১
ডেসপ্যাচ রাইডার
৮৮০০-২১৩১০০/-
গ্রেড-১৮
০১টি
১২
বুকসর্টার
৮৫০০-২০৫৭০/-
গ্রেড-১৯
৩৩টি
১৩
বুক সর্টার (অফিস সহায়ক)
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
০২টি
১৪
বাইন্ডার
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
০৪টি
১৫
অফিস সহায়ক
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
০২টি
১৬
অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
০১টি
১৭
নিরাপত্তা প্রহরী
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
৪১টি
১৮
চেক পোস্ট এটেনড্যান্ট
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
১৯টি
১৯
পরিচ্ছন্নতা কর্মী
৮২৫০-২০০১০/-
গ্রেড-২০
০৩টি


শিক্ষাগত যোগ্যতা ও জেলা এবং কোটা সম্পর্কি বিষয়াবলী বিস্তারিত জানতে নিচে থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

বয়স

প্রার্থীর বয়স ০১/০৯/২০১৯ ইং তারিখে ১৮ - ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্য এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদনের পদ্ধতি

প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য http://dpl.teletalk.com.bd এই ঠিকানায় গিয়ে নির্দিষ্ট পদ সিলেক্ট করে নিচের NEXT বাটনে ক্লিক করতে হবে। তারপর একটি ফরম আসবে সেখানে প্রার্থীর সমস্ত বিবরণ নামসহ সুন্দরভাবে ইনপুট করতে হবে। তারপর Preview বাটনে ক্লিক করে প্রার্থীর সমস্ত তথ্যাদি দেখে নিতে হবে যেন কোন তথ্য ভুল না হয়। এবং নিচে ছবির ঘরে ছবি ও স্বাক্ষরের ঘরে স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি অবশ্যই 300x300 pixel এবং স্বাক্ষর 300x80 pixel হতে হবে।


পরীক্ষার ফি

প্রার্থী অনলাইনে আবেদন পত্র পূরণের পর টেলিটক প্রিপেইড মোবাইল অপারেটর এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ০১-১০ নং ক্রমিকের পদের জন্য ১০০ (একশত) টাকা  ও সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকা মোট ১১২ (একশত বার) টাকা এবং ১১-১৯ নং ক্রমিকের পদের জন্য ৫৬ (পঞ্চাশ) টাকা ও সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকা মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা দুটি এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।
এসএমএস প্রেরণের নিয়মাবলীঃ
প্রথম এসএমএস: DPL<space>User ID লিখে ‍Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPL ABCDEF  Send to 16222.
প্রথম এসএমএস পাঠানোর পর একটি পিন নম্বর সম্বলিত ফিরতি মেসেজ পাবেন।
দ্বিতীয় এসএমএস: DPL<space>YES<space>PIN   লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DPL YES 12345678  Sent to 16222.
দ্বিতীয় এসএমএস এর পর ফিরতি মেসেজে Congratulations মেসেজ পাবেন।

প্রবেশপত্র ডাউনলোড

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েব সাইট www.publiclibrary.gov.bd অথবা http://dpl.teletalk.com.bd তে এবং প্রার্থীর (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন হবে তাই উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস রিড করা এবং নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

অন্যান্য শর্তাবলী

  • শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • মৌখিক পরক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনে কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে অথবা আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।


নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড

আরও বিস্তারিত জানতে গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক প্রকাশকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন। বিজ্ঞপ্তি এই ওয়েবসাইট থেকে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ওয়েবসাইট www.publiclibrary.gov.bd থেকে ডাউনলোড করতে পারবেন।


বিজ্ঞপ্তি ইমেজ ফরমেটে ডাউনলোড করুন-

পার্ট-1

dpl-circular-2019

পার্ট-2

dpl-circular-2019

পার্ট-3

dpl-circular-2019

No comments

Powered by Blogger.