প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রেজাল্ট 2019
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 গত 24 মে থেকে থেকে শুরু হয়ে 4টি ধাপে 28 জুন শেষ হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (বহুনির্বাচনী) পরীক্ষা 4টি ধাপে গত 24 মে, 31 মে, 21 জুন ও 28 জুন অনুষ্ঠিত হয়। 4টি ধাপে উক্ত পরীক্ষায় মোট 2401597 জন পরীক্ষার্থী আবেদন করেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল
প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা 2018 এর ফলাফল কয়েকবার পেছানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর এর মধ্যে প্রকাশ করা হতে পারে। নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dpe.gov.bd তে প্রকাশ করা হবে। রেজাল্ট জেলা ও থানা ভিত্তিক রোল নম্বর এর তালিকা পিডিএফ আকারে প্রকাশ হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েভসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। ফলাফলের তালিকা প্রকাশের সাথে সাথে এখানে পেয়ে যাবেন। এখান থেকেও ফলাফল ডাউনলোড করতে পারবেন। জেলা ভিত্তিক রেজাল্ট দেখতে জেলাতে ক্লিক করুন।
বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুরা ব্রাহ্মনবাড়িয়া চাদপুর চাপাইনবাবগঞ্জ চট্টগ্রাম চুয়াডঙ্গা কক্সবাজার কুমিল্লা ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনী গাইবান্ধা গাজীপুর গোপালগঞ্জ হবিগঞ্জ জয়পুরহাট জামালপুর যশোর ঝালকাঠি ঝিনাইদেহ খুলনা কিশোরগঞ্জ কুরিগ্রাম কুষ্ঠিয়া লালমনিরহাট লক্ষ্মীপুর মাদারীপুর মাগুরা মানিকগঞ্জ মেহেরপুর মৌলভীবাজার মুন্সিগঞ্জ ময়মনসিংহ নওগা নড়াইল নারায়ণগঞ্জ নরসিংদী নাটুর নেত্রকোণা নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী পিরোজপুর রাজবাড়ী রাজশাহী রংপুর সাতক্ষীরা শরীয়তপুর শেরপুর সিরাজগঞ্জ সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ঠাকুরগাঁও
ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে প্রার্থীদের ডাকা হবে। মৌখিক পরীক্ষায় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, আবেদনের কপি, আবেদনে সংযুক্ত অনুরূপ ছবি, যারা কোটায় আবেদন করেছেন তাদের প্রয়োজনীয় সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য কাগজপত্রাদী দেখাতে হবে ও ফটোকপি জমা দিতে হবে।
ফলাফল কিভাবে দেখবেন?
প্রথমে ওয়েবসাইট থেকে আপনার জেলার ফলাফলের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবেন। তারপর উক্ত পিডিএফ ফাইলটি কোন রিডার অথবা ব্রাউজারে অপেন করে আপনার রোল নম্বরটি খুঁজে বের করুন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর পরিসংখ্যান
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (বহুনির্বাচনী) পরীক্ষা 4টি ধাপে গত 24 মে, 31 মে, 21 জুন ও 28 জুন অনুষ্ঠিত হয়। 4টি ধাপে উক্ত পরীক্ষায় মোট 2401597 জন পরীক্ষার্থী আবেদন করেন। 12000 হাজার আসনের বিপরীতে সারােদেশে এ সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। হিসেব অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা 200 জন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর ধাপ অনুযায়ী জেলা ও উপজেলার সংখ্যা
প্রথম ধাপঃ
গোপালগঞ্জ (২ উপজেলা), শরীয়তপুর (৩ উপজেলা), মাদারীপুর (২), ফরিদপুর (৫), নরসিংদী (৩), কিশোরগঞ্জ (৬), জামালপুর (৩), টাংগাইল (৬), মানিকগঞ্জ (সব), লক্ষীপুর (২), কক্সবাজার (৫), চাঁদপুর (৪), মৌলভীবাজার (৪), হবিগঞ্জ (৪), সুনামগঞ্জ (৫), সিলেট (৬), পিরোজপুর (৩), পটুয়াখালী (৩), ভোলা (সব), সাতক্ষীরা (৩), নীলফামারী (৩), নাটোর (৩), জয়পুরহাট (সব), চাপাইনবাবগঞ্জ (সব), পাবনা (সব)।
দ্বিতীয় ধাপঃ
মুন্সিগঞ্জ (সব), গোপালগঞ্জ (৩), শরীয়তপুর (৩) মাদারীপুর (২), ফরিদপুর (৪), নরসিংদী (৩), জামালপুর (৪), টাংগাইল (৬), কিশোরগঞ্জ (৭), নারায়নগঞ্জ (সব), শেরপুর (সব), রাজবাড়ী (সব), লক্ষীপুর (৩), কক্সবাজার (৩), চাঁদপুর (৪), মৌলভীবাজার (৩), হবিগঞ্জ (৪), সুনামগঞ্জ (৬), সিলেট (৬), পিরোজপুর (৪), সাতক্ষীরা (৪), নাটোর (৪), নীলফামারী (৩), লালমনিরহাট (সব), ঠাকুরগাঁও (সব)।
তৃতীয় ধাপঃ
নেত্রকোনা (৬), ময়মনসিংহ (৭), ব্রাহ্মণবাড়িয়া (৪), কুমিল্লা (৭), চট্টগ্রাম (১২), নোয়াখালী (৪), ঝালকাঠি (সব), ফেনী (সব), বরগুনা (সব), বরিশাল (৪), যশোর (৪), খুলনা (৩), বাগেরহাট (৫), ঝিনাইদহ (৩), কুষ্টিয়া (৩), মাগুরা (সব), চুয়াডাঙ্গা (সব), মেহেরপুর (সব), পঞ্চগড় (সব), কুড়িগ্রাম (৫), গাইবান্ধা (৩), রংপুর (৪), দিনাজপুর (৬), নওগাঁ (৫), বগুড়া (৬), রাজশাহী (৪), সিরাজগঞ্জ (৫)।
চতুর্থ ধাপঃ
ঢাকা (সব), গাজীপুর (সব), নেত্রকোনা (৪), ময়মনসিংহ (৬), ব্রাহ্মণবাড়িয়া (৫), কুমিল্লা (১০), চট্টগ্রাম (৮), নোয়াখালী (৫), বরিশাল (৬), কুষ্টিয়া (৩), যশোর (৪), খুলনা (৭), নড়াইল (সব), বাগেরহাট (৪), ঝিনাইদহ (৩), কুড়িগ্রাম (৪), গাইবান্ধা (৪), রংপুর (৪), দিনাজপুর (৭), নওগাঁ (৬), বগুড়া (৬), রাজশাহী (৬), সিরাজগঞ্জ (৪)।
No comments